জেলা

পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিজেপিকে ভোট, ৫ সদস্যকে বহিষ্কার করল তৃণমূল

 গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনে বিজেপিকে সমর্থন করায় ৫ জন পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার করল তৃণমূল। যদিও বহিষ্কৃত পঞ্চায়েত সদস্যদের দাবি, অঞ্চল নেতৃত্বকে জানিয়েই তাঁরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  জানা গিয়েছে, কয়েকদিন আগে চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রধান মাম্পি রজকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিজেপির অন্য সদস্যরা। দলীয় সদস্যদের অনাস্থায় অপসারিতও হন প্রধান। এরপর ওই পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হন বিজেপির সুকনি সাহা। আর এই সুকনি সাহাকে নির্বাচিত করতে এই ৫ তৃণমূল সদস্য ভোট দিয়েছিল বলে অভিযোগ। এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন মানিকচকের বিধায়ক তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবিত্রী মিত্র। এরপরই ওই পাঁচ সদস্যকে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেন তিনি।