জেলা

খড়দহে তৃণমূল নেতাকে গুলি করে খুন, আটক ৫

তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল দেদার বোমাবাজি। গুলিও চালানো হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল তৃণমূল নেতার। ব্যারাকপুর লোকসভার তৃণমূলের হিন্দি সেলের নেতাকে গুলি করে খুনের অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতা খুনের ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। তৃণমূল নেতা খুনের ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহ এলাকায়। ধৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। এই খুনের পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছেকিনা খতিয়ে দেখছে পুলিশ। আর কে কে এই খুনের পিছনে রয়েছে সেবিষয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ।  ধৃতদের বিরুদ্ধে খুন, পরিকল্পিত খুনের ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র ব্যবহার এবং বিস্ফোরণের মামলা রজু করেছে পুলিস। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির মদতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।