জেলা

অনুব্রত মন্ডলকে শোকজ নির্বাচন কমিশনের

এবার নির্বাচন কমিশনের নিশানায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে । বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে নোটিস পাঠিয়েছে কমিশন। তাঁর কথায়, “কমিশন, অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে দেখতেই পাচ্ছে না। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে’ মন্তব্যের জেরে নোটিস পাঠানো হয়েছে বোলপুরের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। আজ রাত ১০টার মধ্যে তার উত্তর দিতে বলা হয়েছে তাঁকে। এক সময়ে ‘নকুলদানা’, ‘গুড় বাতাসা’ ইত্যাদি নানরকম সব শব্দের ব্যবহার একাধিকবার বিতর্ক তৈরি করে। এবারের নির্বাচনের প্রচারে কখনও তিনি, “ভয়ঙ্কর খেলা। এই খেলায় তৃণমূলের সঙ্গে পেরে ওঠা মুশকিল। কোন বলে চার, কোন বলে ছয়, আবার কোন বলে দু’রান নিলেও আউট হব না, সেটা বুঝে গেলে কোনও সমস্যাই নেই।” আবার কখনও “এই খেলার রেফারি হবে নির্বাচন কমিশন, খেলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হবে,” বলে মন্তব্য করেন। কমিশনের দাবি তাঁর এই ধরনের মন্তব্য হুমকির ইঙ্গিত দিচ্ছে।  একের পর এক রাজনৈতিক নেতা, মন্ত্রীদের নির্বাচনের আইন লঙ্ঘনের দাবিতে নোটিস পাঠাচ্ছে কমিশন।