জেলা

মালদায় ডিজে বাজানোর প্রতিবাদ করায় বাঁশ দিয়ে পিটিয়ে খুন তৃণমূল কংগ্রেস নেতাকে

বাজানোর প্রতিবাদ করায় খুন হতে হল মালদার রথবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।  জানা গিয়েছে, মৃত প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধানের নাম আফজল মমিন। ৬৫ বছর বয়স তাঁর। মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ছিলেন। তিনি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ইংরেজি নতুন বছরের উৎসব উদযাপন করতে গত কয়েক দিন ধরে গ্রামে উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল। মঙ্গলবার রাতে গ্রামের রাস্তা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল একদল যুবক। তখন তাঁদের গান বন্ধ করার অনুরোধ করেন গ্রামবাসীরা। গান বন্ধ করার অনুরোধ করার পর স্থানীয়দের সঙ্গে বচসা বাধে ওই যুবকদের। কথা কাটাকাটি ক্রমশ গড়ায় হাতাহাতিতে। সেই সংঘর্ষের সময় বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে গুরুতর জখম হয়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফজল মমিনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।