জেলা

হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন

পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারালেন আরও এক তৃণমূল নেতা।উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় গুলি করে খুন করা হল তৃণমূলের জয়ী প্রার্থীকে। মৃতের নাম শেখ সাহেব আলি। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের সামলা বাজার চত্বরে তৃণমূল নেতাকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। বাইকে ছিলেন তৃণমূল নেতা। আচমকা তাঁর পথ আটকে, তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তৃণমূল নেতার শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রাত সাড়ে ১২টা নাগাদ পরিবারের তরফে অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গভীর রাতেই ওই রাস্তাতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। বিক্ষোভ চলে রাত আড়াইটে পর্যন্ত। তারপর তৃণমূল নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তৃণমূল নেতাকে খুনের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিযুক্তের গ্রেপ্তার করা হবে।