আগরতলা আদালতে জামিন পেলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। ত্রিপুরা পুলিশের ‘সাজানো’ ‘খুনের চেষ্টার’ মামলার ভিত্তিতে গত রবিবার টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন সায়নী। সেই মামলায় আজ আগরতলা আদালতে সায়নীকে বিকেল পৌঁনে পাঁচটা নাগাদ পেশ করা হয়। সেখানেই সায়নীকে দু’দিনের পুলিশি হেফাজত চেয়েছিল ত্রিপুরা পুলিশ কিন্তু সেই আর্জি খারিজ করে যুবনেত্রীকে ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বিচারপতি। এই ঘটনায় কিছুটা স্বস্তিতে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। তিনি জানিয়েছেন, ‘ভিত্তিহীন অভিযোগ ছিল সেটা প্রমাণ হয়েছে, মানুষ জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।’ গত শনিবার ত্রিপুরাতে রাস্তা দিয়ে আসার সময় বিজেপি কর্মীদের সভাতে ‘খেলা হবে’ শ্লোগান দেন সায়নী। যার ভিত্তিতে তাঁকে তাড়া করে বিজেপি কর্মীরা। তারপরেই রবিবার কাকভোরে সায়নীকে গ্রেফতার করতে হোটেলে যায় আগরতলা থানার মহিলা পুলিশেরা। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষের আপত্তির জন্য গ্রেফতার না করে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেখানেই আচমকা থানার ভিতরে হেলমেট পরে হামলা চালায় বিজেপি আশ্রিত গুণ্ডারা। ঘটনায় উত্তেজনা ছড়ায়। তারপরেই সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। তারপরেই ত্রিপুরার রাজনীতি উত্তপ্ত হতে শুরু করে। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় দেখা করেন সায়নীর সঙ্গে। বিকেলে আগরতলা আদালতে সায়নীকে পেশ করা হলে পুলিশের তরফে বিচারপতির কাছে আর্জি জানানো হয়, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে তাই দু’দিনের পুলিশি হেফাজত দেওয়া হোক। কিন্তু তথ্যপ্রমাণের অভাবে সায়নীকে ব্যক্তিগত ৩০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে আগরতলা আদালত।