জেলা

ভোট পরবর্তী হিংসার তদন্তে শেখ সুফিয়ানকে তলব করল সিবিআই

এবার ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী  এজেন্ট শেখ সুফিয়ানকে তলব করল সিবিআই। বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই বুধবার। নন্দীগ্রামে  শেখ সুফিয়ানকে তলব করা হল। নন্দীগ্রামের কাছে সিবিআই যে ক্যাম্প করেছে সেখানে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শেখ সুফিয়ানকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। । গত ৩ মে নন্দীগ্রামের এক বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়। ১৩ মে তাঁর মৃত্যু হয়। সেই মামলার তদন্তে নেমে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। তাঁরা শেখ সুফিয়ানের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এর পরই এই অভিযোগ নিয়ে তৃণমূল নেতার কী প্রতিক্রিয়া, তা জানতেই সিবিআই তলব বলে সূত্রের খবর। বিজেপি নেতার মৃত্যুর পিছনে তাঁর কোনও উসকানি ছিল কি না, তাও খতিয়ে দেখবে সিবিআই। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তত্‍পরতা দেখে যুদ্ধ চলছে বলে মত বিশেষজ্ঞদের। যদিও এই সিবিআই হানা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত তাই পাত্তা দিতে নারাজ তৃণমূল। এছাড়াও কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। এই প্রসঙ্গে সুফিয়ান জানিয়েছেন, ‘সিবিআই আমাকে নোটিস পাঠিয়েছে। বৃহস্পতিবার হলদিয়া বন্দর সংলগ্ন সরকারি গেষ্ট হাউসে আমাকে হাজির হতে বলা হয়েছে। আমি ওই ঘটনায় জড়িত নই। তবুও যেহেতু সিবিআই ডেকে পাঠিয়েছে তাই আমাকে যেতেই হবে।’