প্রতি বছরের মত এবারও বাংলা জুড়ে তৃণমূ্লের পক্ষ থেকে পালিত হল সংহতি দিবস। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ বেঁধে সাড়ম্বরে পালন করা হয় এই দিনটি। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্ব সহ সব ধর্মের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখপাত্র কুনাল ঘোষ, জয় প্রকাশ মজুমদার, মলয় ঘটক, সায়নী ঘোষ সহ বহু বিশিষ্ট নেতা-নেত্রীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের পাশাপাশি বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের পক্ষ থেকে অরূপ বিশ্বাস জানান, ধর্মের ভিত্তিতে বিজেপি দেশের মানুষকে ভাগ করতে চাইছে। অন্যদিকে জয় প্রকাশ মজুমদার বলেন, ভারত থেকে বিজেপি ও আর এস এস বহু জাতির অস্তিত্ব বিলুপ্ত করে এক জাতির ভারত বর্ষ তৈরি করতে চাইছে।এদিকে মুখপাত্র কুনাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে বড় কেউ বিজেপি বিরোধী মুখ নেই ভারতবর্ষে। তাই সকলে মিলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত শক্ত করি ।এদিন সংহতি দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার ডাক দেয়। উল্লেখ্য, এই দিনে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। একইসঙ্গে দিনটি বাবা সাহেব আম্বেদকরের তিরোধান দিবস। যিনি সংবিধানের রচয়িতা।