দেশ

এবার তৃণমূল থেকে ইস্তফা দিলেন বিধায়ক মিহির গোস্বামী

তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী। দলের প্রাথমিক পদ থেকে ইস্তফা দিলেন। বিবৃতিতে কোচবিহার দক্ষিণের বিধায়ক জানান, ২২ বছর ধরে দলের একনিষ্ঠ কর্মী। তবে জেলায় বারবার অপমানিত হয়েছেন। দলনেত্রীকে জানিয়েও পরিস্থিতির বদল হয়নি। গত কয়েকদিন ধরে বেসুরো গাইছিলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তাঁর বাড়িতে বিজয়া সারতে যান সাংসদ নিশীথ প্রামাণিক। আরও তীব্র হয় জল্পনা। এরপর ফেসবুকে একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মিহির।  গতকাল, বৃহস্পতিবার দল ছাড়ার কথা ফেসবুকে জানিয়েছিলেন মিহির গোস্বামী। শুক্রবার সকালে দিল্লি উড়ে যান তিনি। বিমানবন্দরে নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এরপরই স্পষ্ট হয়, মিহিরের তৃণমূল ছাড়া সময়ের অপেক্ষা। বিকেলে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা ঘোষণা করেন মিহির গোস্বামী। বিবৃতিতে দলের সঙ্গে তাঁর দীর্ঘ ২২ বছরের সম্পর্ক কথা উল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছেন।