আগামী ৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে টিকা দেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপিও প্রতিশ্রুতি দিল, তারাও ক্ষমতায় এসে বিনামূল্যে টিকা দেওয়ার কাজ শুরু করে দেবে। বিহার প্রসঙ্গ টেনে তা নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে তৃণমূল। গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ভোটপর্ব মিটতেই বিনামূল্যে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে রাজ্যে। যেহেতু কলকাতা ও তার আশেপাশের এলাকাতেই অতিমারীর প্রকোপ বেশি, তাই সেখান থেকেই সেই কাজ শুরু হবে। তার পর ধীরে ধীরে বিভিন্ন জেলাতেও তা পৌঁছে যাবে। তার পর শুক্রবার ‘বিজেপি বেঙ্গল’ টুইটার হ্যাণ্ডেল থেকে টুইট করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেই সকলকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।’ বিজেপির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তৃণমূলের টুইটার হ্যাণ্ডেল থেকে লেখা হয়, ‘বিনামূল্যে টিকার জুমলা প্রতিশ্রুতি দিল ভারতীয় জুমলেবাজ পার্টি। বিহারে নির্বাচনের সময়েও একই প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু এখন সে সব ভুলে গেছে। বাংলাকে বোকা বানানো যাবে না। বিজেপিকে বিশ্বাস করবেন না।’ প্রসঙ্গত, বিনামূল্যে টিকা দেওয়ার কথা নির্বাচনের আগে থেকেই বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই রাজ্যের সকল নাগরিককে বিনামূল্যে টিকা দিতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন মমতা। জানিয়েছেন, ভোটের আগে টিকাকরণের কাজ মিটিয়ে নিলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তা না হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বার ‘অসহযোগিতা’র অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।