জেলা

‘তৃণমূলের থেকে সব বিষয়ে টুকলি করছে, ‌থালা বাটি নিয়ে বসে, কবে একটা নেতা বেরোবে আর প্রার্থী করবে’‌, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

আজ কেশপুরের সভা থেকে শাহর প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন পাল্টা যুক্তি। স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের থেকে সব বিষয়ে টুকলি করছে বিজেপি। ছাড়লেন না সিপিএম-কেও। বললেন, ‘‌এই কেশপুর সিপিএমের শেষপুর হয়েছিল। বিজেপি-রও শেষপুর হবে।’ তার পরেই অমিত শাহকে কটাক্ষ, ‘‌আজ অমিত শাহ গোসাবায় বলেছেন সুন্দরবনকে জেলা করে ২ লক্ষ কোটি টাকা দেব। সুন্দরবন জেলা হলে বাংলায় ২৪টি জেলা হবে। তার মানে মোট ৫০ লক্ষ কোটি টাকা দেবে। বাংলার জনসংখ্যা ১০ কোটি। তার মানে প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে দেবে।’‌ তার পরেই চ্যালেঞ্জ অভিষেকের, ‘‌আমি ক্যামেরার সামনে বলছি, বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা করে আপনি দিন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।’‌
তৃণমূলত্যাগীদের কটাক্ষ করতেও ছাড়লেন না অভিষেক। আরও একবার বললেন, ‘‌গদ্দার, মীরজাফর’‌। তার পরেই খোঁচা, ‘‌থালা বাটি নিয়ে বসে আছে। কবে একটা করে নেতা বেরোবে আর প্রার্থী করবে।’ অভিষেকের দাবি, তৃণমূলের অনুকরণ করছে বিজেপি। ‘‌তৃণমূলের থেকে টুকলি করার চেষ্টা করছে। দিদি মা ক্যান্টিন করছে আর ওরা অন্নপূ্র্ণা ক্যান্টিন করছে। ৫ টাকায় খাবার। লোকজন ভয় পাচ্ছে। তুলে নিয়ে গিয়ে হয়তো প্রার্থী করে দেবে।’‌ কেন্দ্র সরকারের থেকে কাজে যে রাজ্য সরকার অনেকটাই এগিয়ে আছে, সেই প্রমাণও দিলেন অভিষেক। বললেন, ‘‌ভারতে ৫০ শতাংশ বেকারত্ব বেড়েছে, বাংলায় ৪০ শতাংশ কমেছে। মিথ্যে বললে আমার বিরুদ্ধ আইনি ব্যবস্থা নিন।’