কলকাতা

পেট্রোল-‌ডিজেল-‌রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে তৃণমূল

টানা ১১ দিন ধরে টানা দাম বাড়ছে পেট্রোল-‌ডিজেলের। তাই পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আগামিকাল ও শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। প্রতি জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করা হবে জানিয়েছেন তৃণমূল মহাসচিব। শনিবার দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে এবং রবিবার বেহালার ঠাকুরপুকুর ৩-‌এ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল করবে তারা। এরই পাশাপাশি তিনি জানান, কেন্দ্রের এই জনবিরোধী কার্যকলাপের প্রতিবাদে তৃণমূলের সব শাখা সংগঠন যোগ দেবে এই বিক্ষোভ মিছিলে। ছাত্রযুবরা পেট্রোল পাম্পের সামনে, তৃণমূলের বঙ্গ জননীরা গ্যাসের দোকানের সামনে কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ প্রদশর্ন করবে। আগামী ২২ ফেব্রুয়ারি চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবে তৃণমূল। অন্যদিকে দোলা সেন, সুজিত বসু, পুর্ণেন্দু বসুর নেতৃত্বে INTTUC-‌র তরফেও বিক্ষোভ মিছিল করা হবে।