কলকাতা

কলকাতার ১০ দিগন্ত, নাগরিক পরিষেবায় জোর, পুরভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের

নাগরিক পরিষেবার উন্নতির দশদিক মাথায় রেখে কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার ১০ দিগন্ত’ নামে একটি প্রকল্পের কথা বলা হয়েছে । এছাড়া নারীদের জন্য পৃথক টয়লেট, অতিরিক্ত পাম্প, ডায়গনস্টিক সেন্টার, ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে ।স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার উন্নতি থেকে শুরু করে মহিলা নিরাপত্তায় নজর। ইস্তেহারে এসব দিকেই জোর দিয়েছে রাজ্যের শাসক দল। সবচেয়ে উল্লেখযোগ্য হল কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয়। শনিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস থেকে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বাংলা ছাড়াও হিন্দি, উর্দু ও ইংরাজি ভাষায় প্রকাশ করা হয়েছে ইস্তেহারটি। কলকাতা শহরের জল জমার সমস্যাকে মাথায় রেখে নাগরিকদের সুবিধায় তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। ফের পুরসভায় তৃণমূল ক্ষমতায় এলে আরও ২০০ টি পাম্প বসানো হবে শহরে। এছাড়া ইস্তেহারে আরও বলা হয়েছে, পাড়ায় পাড়ায় তৈরি হবে ‘নিষ্পত্তি সেল’। কোথাও সমস্যা হলে দ্রুত সুরাহা করার চেষ্টা হবে। পরিশ্রুত পানীয় জল সরবরাহে আরও জোর দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩০টি স্বাস্থ্য সেন্টার তৈরি করা হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থার কথা বলা হয়েছে ইস্তেহারে। জন্ম মৃত্যুর শংসাপত্র মিলবে সম্পূর্ণ অনলাইনে। নাইট শেল্টার বাড়ানোর চেষ্টা করা হবে। ৮টি আছে। আরও ৪টি করার উদ্যোগ নেওয়া হবে। কলকাতার পার্ক, বাজারহাট পরিচ্ছন্নতায় জোর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। ১৯ ডিসেম্বর পুরভোট। ২১ তারিখ ফলপ্রকাশ। তারপরই বিজয় উৎসব করবে তৃণমূল।

একনজরে দেখে নিন ইস্তেহারে আর কী কী রয়েছে – 

  • পাড়ায় পাড়ায় তৈরি হবে ‘নিষ্পত্তি সেল’, কোথাও সমস্যা হলে দ্রুত সুরাহা করার চেষ্টা হবে
  • নিকাশি ব্যবস্থার উন্নতি আরও ২০০ টি পাম্প 
  • পরিশ্রুত পানীয় জল সরবরাহে আরও জোর
  • ৩০ টি ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেন্টার তৈরি করবে
  • স্বাস্থ্যকেন্দ্রগুলি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা
  • জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলবে সম্পূর্ণ অনলাইনে
  • নাইট শেল্টার বাড়ানোর চেষ্টা। ৮ টি আছে। আরও ৪টি করার উদ্যোগ নেওয়া হবে
  • কলকাতার পার্ক, বাজারহাট পরিচ্ছন্নতায় জোর