জেলা

এবার রাজ্যের দুই জেলার সংগঠনে ব্যাপক রদবদল তৃণমূলের

এবার রাজ্যের দুই জেলার সংগঠনকে ঢেলে সাজালো তৃণমূল নেতৃত্ব। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়া এবং কোচবিহারের জেলা সংগঠনে ব্যাপক রদবদল করল জোড়াফুল শিবির। এই দুই জেলার যুব, মহিলা সংগঠনের নেতৃত্বে রদবদল করে নতুন তালিকা প্রকাশ করা হল তৃণমূল কংগ্রেসের তরফে। শনিবার দলের টুইটার হ্যাণ্ডেলে এই তালিকা প্রকাশ করেছে জোড়াফুল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, দলকে স্বচ্ছ রাখতে হবে। কোনওরকম দুর্নীতি ও তোলাবাজি করা যাবে না নেতা কর্মীদের। দুর্নীতির প্রশ্নে কারোর বিরুদ্ধে সামান্যতম অভিযোগ উঠলে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শনিবার নদিয়া ও কোচবিহারের জেলা সংগঠনে ব্যাপক রদবদল অভিষেকের আগের সতর্কতার প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কোচবিহার এবং নদিয়া উত্তর – শনিবার এই দুই জেলার সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করেছে রাজ্যের শাসকদল। জেলার যুব, মহিলা সংগঠনের নেতৃত্বে রদবদল করা হয়েছে। ব্লক ও টাউন স্তরে বদলের পাশাপাশি জেলার শ্রমিক সংগঠনগুলিতেও বদল এনেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলার মোট ২২ টি ব্লক, টাউনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের নাম প্রকাশ করেছে জোড়াফুল শিবির। অন্যদিকে, নদিয়া উত্তর তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলাতেও রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগরেরই ৪টি ব্লক-সহ গোটা জেলার ১২ টি ব্লক ও টাউনের সভাপতি, সহ-সভাপতির নাম নতুন করে ঘোষণা করা হয়েছে দলের তরফে। তৃণমূল সূত্রে খবর, দলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতিকে মাথায় রেখে কোনও জনপ্রতিনিধি জেলা সংগঠনের অন্য কোনও পদে থাকতে পারবেন না। সেই কারণে বহু নতুন মুখকেও দায়িত্ব দেওয়া হয়েছে।