দেশ

গোয়ায় নতুন চেহারায় আত্মপ্রকাশ করল তৃণমূল

এবার গোয়ায় আত্মপ্রকাশ করল তৃণমূল। গোয়ার জন্য দলের লোগোতেও রয়েছে নতুনত্বের ছাপ। কিন্তু সবথেকে তাত্‍পর্যপূর্ণ হল, গোয়ায় আত্মপ্রকাশ করতে গিয়ে কংগ্রেসের হাইকম্যান্ড সংস্কৃিতকে খোঁচা দিয়ে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। গোয়াতেও যে তৃণমূল সংগঠন বিস্তারে অন্য দল থেকে উপযুক্ত নেতাদের দলে টানবে, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন ডেরেক। তৃণমূলের মূল নিশানা যে গোয়ায় কংগ্রেসের সংগঠনে ফাটল ধরানো, সেটাও পরিষ্কার। গোয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে

ট্যুইটারে লেখা হয়েছে, ‘মানুষের উন্নয়নের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিবেদিত। এই উদ্দ্যেশ্য নিয়ে যাঁরা কাজ করতে চান, সেরকম নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে তৃণমূল কোনও আপোস করবে না। নেতাদের বাছাইয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাই একমাত্র মানদণ্ড। ‘ ওই ট্যুইটেই ডেরেক ও ব্রায়েনকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘তৃণমূলে কোনও হাইকম্যান্ড সংস্কৃতি নেই। গোয়ার বিশ্বাসযোগ্য নেতাদের আমরা দলে নেব। তাঁরাই তৃণমূলকে গোয়ায় এগিয়ে নিয়ে যাবেন।’ প্রসঙ্গত গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারের লক্ষ্যে সেখানে দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন ও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছে তৃণমূল।