দেশ

নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব বিতর্কে সংসদে সরব তৃণমূল, তদন্তের দাবি করল কংগ্রেস, হই হট্টগোলে মুলতবি রাজ্যসভা

 প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে সংসদের প্রথম দিনই সরব হল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ তুলে এ দিন রাজ্যসঙায় সরব হন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর মন্তব্যে সমর্থন জানিয়ে কংগ্রেস ঘটনার তদন্ত দাবি করে। এর পরই রাজ্যসভায় প্রবল হই হট্টগোল শুরু হয়। বিজেপি সাংসদেরা প্রতিবাদ জানালে সভায় হট্টগোল শুরু হয়ে যায়। বাধ্য হয়ে এ দিনের মতো অধিবেশন মুলতবি করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। বিজেপি-র দাবি, বিরোধীদের অভিযোগ মিথ্যা। নিশীথ ভারতের নাগরিক। রাজ্যসভায় বিজেপি-র দলনেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ”নিশীথের নাগরিকত্ব নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।” যদিও পরে সাংবাদিক বৈঠকে রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, নিশীথ বিরুদ্ধে বাংলাদেশি নাগরিত্বের অভিযোগ নিয়ে সরকারের উপর চাপ বাড়াবেন তাঁরা।