অবশেষে চাপের মুখে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে সম্মত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমতো সোমবার বিকেল ৪টের সময় দিল্লির কৃষ্ণ মেনন মার্গে স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহর সঙ্গে দেখা করেন সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল। বৈঠক চলে প্রায় ৩৫ মিনিট। বৈঠকের পর তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ত্রিপুয়ার আর সন্ত্রাস হবে না। পরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছি। সায়নী ঘোষের কথাও জানিয়েছি। আমরা প্রত্যোকটি নোট দেখিয়েছি। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও জানিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিন অমিত শাহকে ত্রিপুরার হিংসা নিয়ে একটি স্মারকলিপিও জমা দিয়েছে তৃণমূলের সংসদীয় দল। তৃণমূল নেতাদের বক্তব্য, সব শুনে অমিত শাহ বলেছেন, আপনাদের কথা শুনলাম। এ বার রাজ্য সরকারের বক্তব্য শুনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ করার কথা বলব। উল্লেখ্য, গতকালই তৃণমূল অমিত শাহর সঙ্গে দেখা করতে সময় চায়। কিন্তু সকাল থেকে সময় দেওয়া হয়নি। পরে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনেই ধরণায় বসে তৃণমূল সাংসদরা। শেষ পর্যন্ত চাপের কাছে নতীস্বীকার করেন অমিত শাহ। বিকেল চারটের সময় ১৫ মিনিটের জন্য সময় দেন তৃণমূল সাংসদদের। তবে প্রায় ৩৫ মিনিট বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর। বৈঠকের পর তৃণমূল নেতাদের বক্তব্য, এই আশ্বাসের পরও যদি না ত্রিপুরার হিংসায় লাগাম পড়ে, তাহলে বুঝতে হবে যে শাহের কথা শুনছেন না বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।