জেলা

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দেখে ‘চোর চোর’ স্লোগান, রেগে গিয়ে দিলেন হুঁশিয়ারি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে চোর স্লোগান তাঁরই খাস তালুক নন্দীগ্রামে। বৃহস্পতিবার নন্দীগ্রামে শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে চোর স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার নন্দীগ্রামে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সেই সময় তৃণমূলের পথসভা চলছিল। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিরোধী দলনেতার কনভয় সেই সময় সভার কাছ দিয়েই যাচ্ছিল। শুভেন্দুর কনভয়কে কাছে পেয়ে তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’ স্লোগান দেন জোড়াফুল শিবিরের কর্মীরা। শুধু তাই নয়, তৃণমূল কর্মীরা স্লোগান দেন ‘বেইমান হঠাও, দেশ বাঁচাও’ বলেও। মেজাজ হারান শুভেন্দু। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে মুখ বের করে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তৃণমূল কর্মীদের উদ্দেশে হাত দেখিয়ে বলেন, “সবাইকে সোজা করে দেব।” উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে পদযাত্রা চলাকালীন দলীয় কার্যালয়ের পাশ দিয়ে মিছিল যাওয়ার সময় ছাদে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কর্মী সমর্থকরা। দলীয় পতাকা হাতে নিয়ে শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতেও শোনা যায় তাঁদেরকে। যার ফলে সাময়িক উত্তেজনা তৈরি হয় সেই সময়।