দেশ

মোদির গড়ে মমতা, বারাণসীতে দশাশ্বমেধ ঘাটে বসে সন্ধ্যারতি দেখলেন তৃণমূল সুপ্রিমো

আজই পশ্চিমবঙ্গের পুরভোটে বিপুল জয় পেল তৃণমূল, আর সেদিনই বারাণসীতে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দশাশ্বমেধ ঘাটে বসে সন্ধ্যারতি দেখলেন তিনি। বিধানসভা ভোটের শেষ দু’দফার আগে আগামিকাল, অখিলেশ যাদবের হয়ে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের এখন বিধানসভা ভোট চলছে। এর আগে, ফেব্রুয়ারিতে লখনউয়ে গিয়ে প্রচার ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির অফিসে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় কার্যত তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। উত্তরপ্রদেশের

মানুষকে বার্তা দিয়েছিলেন, “ফির যোগীজি আয়েগা, তো আপ লোগকো খা জায়েগা। অর্থাৎ আরও একবার যোগী ক্ষমতায় এলে আপনাদের খেয়ে ফেলবে”। নাম না করে বলেছিলেন, ‘কেবল ভোটের সময় সাধু-সন্ন্যাসী হলে চলবে না। সারা বছর সাধু-সন্ন্যাসী হতে হবে’। শুধু তাই নয়, সেবার কিন্তু ফের উত্তরপ্রদেশের আসার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ১০৮ পুরসভার ফল ঘোষণা হয়ে গিয়েছে। এদিন দুপুরে দমদম থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। সন্ধ্যা নাগাদ গন্তব্যে পৌঁছন তিনি। বিমানবন্দর থেকে সোজা চলে যান দশাশ্বমেধ ঘাটে। সেখানে বসে সন্ধ্যারতি দেখেন তিনি। এদিকে আবার আগামিকাল, বৃহস্পতিবার থেকে ৩ দিন বারাণসীতে থাকবেন প্রধানমন্ত্রীও।