শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল । দল বিরোধী কাজের অভিযোগে শুক্রবার তৃণমূল থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের শান্তনু জানান, তিনি বুঝতে পারছেন না ঠিক কীভাবে দলবিরোধী কাজ করলেন ? পাশাপাশি তাঁর দাবি, সাসপেন্ড হয়েছেন এমন কথা তিনি সংবাদমাধ্যম থেকেই জেনেছেন। দলের তরফে জয়প্রকাশ মজুমদার একটি ভিডিয়ো বার্তায় এই খবর জানিয়েছেন। সংক্ষিপ্ত বার্তায় জয়প্রকাশ বলেন, ” তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন মানে সাসপেন্ড করেছেন। ” আরাবুলকে অবশ্য এর আগেও ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তবে মেয়াদ শেষের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাসপেনশন উঠে যায়। দলে ফিরে এসে কাজ শুরু করেন বিধায়ক। সম্প্রতি এই দুই নেতাই সংবাদ শিরোনামে ছিলেন । দলের সঙ্গে সম্পর্ক একটু একটু করে খারাপ হচ্ছিল । আরজি করের ঘটনার পর থেকে একাধিক বার বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন শান্তনু । অন্যদিকে সওকত মোল্লার সঙ্গে প্রায় রোজই সংঘাতে জড়িয়ে পড়তে থাকেন আরাবুল । শেষমেশ দু’জনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হল । দলের সিদ্ধান্ত জানার পর সাংবাদিকদের মুখোমুখি হন শান্তনু । তিনি বলেন, ” আগে অনৈতিকভাবে আমাকে মেডিক্যাল কাউন্সিল থেকে বের করা হয়েছিল । তখনও দেখলাম মিডিয়া আগে জানতে পারে। পরে আমার কাছে খবর আসে। এবারও তাই হয়েছে। আমি কলেজ থেকে রাজনীতি করি। প্রথম দিন থেকে কংগ্রেসের পতাকা শক্ত করে ধরেছিলাম। এরপর মমতা বন্দ্যোপাধায়ের সঙ্গে আছি তৃণমূল তৈরির প্রথম দিন থেকে । কিন্তু এখন আমি শুনছি, অনেকে বলছে আরজি করে আমি দল বিরোধী কাজ করেছি। আমায় কেউ প্রমাণ করে দিক আমি কী দলবিরোধী কাজ করেছি । তাহলে আমার ক্ষমা চাইতে কোনও সমস্যা নেই।