কলকাতা

বাড়ছে করোনা, ‘এক দিনেই হোক বাকি চার দফার ভোট’, কমিশনের কাছে দাবি জানাবে তৃণমূল

দেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ৷ পিছিয়ে নেই রাজ্য গুলিও। এ দিনই মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের৷ এই পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনের দফা কমানোর জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, চার দফার বদলে এক দফাতেই বাকি বিধানসভাগুলির ভোট করানোর প্রস্তাব দেবে তৃণমূল৷ করোনা বাড়বাড়ন্তের মধ্যে কী ভাবে বাকি পর্যায়ের ভোটগ্রহণ হবে, তা নিয়ে আলোচনা করতে শুক্রবারই সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷ সেই বৈঠকেই দফা কাটছাঁট করার জন্য এই প্রস্তাব দেবে রাজ্যের শাসক দল৷ সবমিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ৷