হাওড়ার ডোমজুড়ের ৩৫ বিজেপি কর্মী গঙ্গাজল ছিটিয়ে আত্মশুদ্ধি করে ঘরে ফিরলেন তৃণমূল বিধায়ক। ভোটের আগে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন এলাকার বিধায়কের উপস্থিতিতেই দলে ফিরলেন তাঁরা। ডোমজুড়ের বাঁকড়ার মিশ্রপাড়ার ঘটনা। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি ভোটের আগে থেকেই উত্তপ্ত ছিল। ওই কেন্দ্রেরই প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপির টিকিটেই ২০২১-এর নির্বাচনে লড়েন। কিন্তু ফলাফলে দেখা যায় তিনি পরাজিত হয়েছেন। এই ঘটনায় এলাকার ১২ টি বিজেপি পরিবারের ৩৫ জন সদস্য ভয়ে ঘর ছেড়ে চলে যান। ওই ৩৫ জন বাসিন্দা বিধানসভা ভোটের আগেই উন্নয়নের লক্ষ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তাঁরা ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের উপস্থিতিতে দলে ফেরেন।