জেলা

লোকসভা ভোটের আগে জোর ধাক্কা খেল বিজেপি, ধুপগুড়িতে জয়ী তৃণমূল

লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল বিজেপি।বিজেপিকে রীতিমতো ফুঁৎকারে উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। গত ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হয়েছিল ধুপগুড়ি বিধানসভায়। বাংলার এক আসন ছাড়াও ৬ রাজ্যের ৭ আসনে উপনির্বাচন হয়েছিল। ৮ সেপ্টেম্বর সকাল থেকে গণনা শুরু হয়। গণনা কালে ঘন্টায় ঘন্টায় বদলেছে ছবি। কখনও এগিয়ে তৃণমূল, কখনও একেবারে কড়া টক্কর দিয়েছিল বিজেপি। গণনা শেষে দেখা গেল ধুপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ধুপগুড়ি উপনির্বাচন নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। শুভেন্দু অধিকারী থেকে অভিষেক ব্যানার্জি, নিজেদের দলের হয়ে প্রচার করেছেন প্রথম সারির নেতারা। নির্বাচন এবং গণনায় কড়া টক্কর দিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়। ব্যবধান প্রায় চার হাজার। সকাল থেকেই গণনায় বজায় ছিল টান টান উত্তেজনা। প্রথম দিকে কয়েক রাউন্ড গণনায় বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বদলেছে ছবি। ব্যবধান বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস, এবং গণনা শেষে দেখা গেল সেই ব্যবধান বজায় রেখেছে রাজ্যের শাসক দল। ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মী, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উড়ছিল সবুজ আবির। নির্মলচন্দ্র রায় জয়ী হওয়ার পরেই উচ্ছ্বাস দ্বিগুন হয়েছে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি লিখেছেন, ‘ঘৃণা এবং ধর্মান্ধতার রাজনীতির বদলে উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ।’ অক্লান্ত পরিশ্রম, জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তৃণমূল কর্মীদের স্যালুট জানিয়েছেন দলের সাংসদ। একই সঙ্গে বার্তায় অভিষেক লিখেছেন, ‘আমরা ধূপগুড়ির উন্নয়ন নিশ্চিত করার চেষ্টায় কোনও ত্রুটি রাখব না। জয় বাংলা।’