ফের অপরাজিতা বিল। আরজি কর ধর্ষণ-কাণ্ডের পরে রাজ্যে ধর্ষণে অভিযুক্তের দ্রুত ফাঁসির দাবি জানিয়ে পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ শাসকদলের অন্য নেতা-কর্মীরা। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ধর্ষণ-কাণ্ডের দিনের পর দিন না ফেলে রেখে দ্রুত ট্রায়ালের মাধ্যমে নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্য একটি বিল আনবেন তারা। সেই সূত্র ধরেই পরবর্তীতে বিধানসভায় পাস হয়েছিল ‘অপরাজিতা বিল’। নারী সুরক্ষার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ নিয়ে সমর্থন জুগিয়ে ছিল বিরোধীরাও। কিন্তু আজ মাসের পর মাস কেটে গেলেও রাষ্ট্রপতির থেকে এখনও মেলেনি অনুমোদন। শুক্রবার যখন দেশের সাংসদদের সৌজন্যমূলক প্রাতঃরাশ ও চা-চক্রে রাষ্ট্রপতি ভবনে নিমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সৌজন্য সাক্ষাৎকার থেকে অপরাজিতা বিলের অনুমোদনে নতুন করে আবেদন জানালেন তৃণমূলের মহিলা সাংসদরা। রাষ্ট্রপতির এই চা-চক্রে উপস্থিত ছিলেন বাংলার শাসক-বিরোধী দুই গোষ্ঠীর সাংসদরা। সেখানে বিধানসভা হয়ে সর্বসম্মতি পাস হওয়া বিলকে অনুমোদন দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে দেখা গেল তৃণমূল সাংসদদের। এই প্রসঙ্গে দলের রাজ্যসভা সাংসদ দোলা সেন জানালেন, ‘বাংলা-সহ অন্যান্য় রাজ্যের সাংসদরা আজ রাষ্ট্রপতি ভবনে প্রাতঃরাশে আসার সুযোগ পেয়েছিলেন। সেখানেই আমি, কাকলি, জুন, মৌসম প্রত্যেকেই ওনার কাছে বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল অনুমোদনের আর্জি রাখি।’
