কলকাতা

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের শ্রাদ্ধানুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, জিপিও থেকে পাঠানো হল শ্রাদ্ধের কার্ড

পরলৌকিক কর্মে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ। তাও আবার মানুষের নয়। পেট্রোল, ডিজেল‌ ও রান্নার গ্যাসের। গ্যাস ও পেট্রলের দাম বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে ওই সব পণ্যের ‘শ্রাদ্ধে’র নিমন্ত্রণ কার্ড পাঠালেন। যদিও শ্রাদ্ধানুষ্ঠানের দিন ঘোষণা হয়নি। যেটা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করবেন বলেই উদ্যোক্তাদের দাবি। কিন্তু মঙ্গলবার ১৩ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হল। জেনারেল পোষ্ট অফিস বা জিপিও থেকে। পাঠালেন হুগলি জেলার যুব তৃণমূল কর্মীরা। স্পিড পোষ্টের মাধ্যমে। আগামী দিনে এই ধরনের আমন্ত্রণপত্র বারবার পাঠানো হবে বলে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ জানিয়েছেন। আয়োজনে কোনও ত্রুটি নেই। ঠিক যেভাবে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড ছাপানো হয় সেভাবেই এই বিশেষ কার্ডটি ছাপানো হয়েছে। সাদা কার্ডে কালো হরফ। ওপরে লেখা গঙ্গা। গীতার বাণী উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, ‘আপনার কল্যাণে পরম আরাধ্য গ্যাস, পেট্রোল, ডিজেল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাঁহাদের আত্মার শান্তি কামনায় পারলৌকিক কর্মে ব্রতী হয়েছি। এতদুপলক্ষে সপরিবারে সবান্ধবে পরলোকগত আত্মার শান্তি কামনায় ও নিয়মভঙ্গে আপনার নিমন্ত্রণ রইল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করে বাধিত করবেন এই আশা রাখি।’কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। যেখানে যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীরা। হুগলিতে যুব’র পদাধিকারী হওয়ার ফলে দলীয় স্তরে কুন্তলও জেলায় এই আন্দোলনে সামিল হয়েছেন।