আজ কলকাতার শীতলতম দিন। শহরের তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে এখনও পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রিতে। শুক্রবার তা আরও একটু কমেছে। সর্বনিম্নের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে গত কয়েক দিনের তুলনায়। আগামী কয়েক দিন ঠান্ডা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা নামবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির উপরে। শুক্রবার তা কমেছে। সর্বোচ্চের পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রারও পতন হয়েছে। তা নেমেছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে এটাই কলকাতার এখনও অবধি সর্বনিম্ন তাপমাত্রা। এখনও পর্যন্ত শুক্রবারই শীতলতম দিন। এবার সময়মতো শীতের ইনিংস শুরু হলেও বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেড়েছিল জলীয় বাষ্পের উপস্থিতি। তার জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছিল। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে শুরু করেছে।