কলকাতাঃ বিজেপিতে যোগ দিলেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত। বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায় ও স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে টলি ও টেলি পাড়ার বেশ কয়েকজন অভিনেতা-শিল্পী বিজেপির দলীয় পতাকা তুলে নিলেন। যশ ছাড়াও যাঁরা আজ যোগ দিলেন তাঁদের মধ্যে রয়েছেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। যোগদানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হয় যশ দাশগুপ্তকে। তিনি উত্তরে বলেন, ‘আমি এখানে যোগ দিইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কোনও খারাপ কথা বলব বলে। দিদিকে আমি অনেক ভালবাসি। আমি আজও বলি, আমি ওঁর ভাই। আজ সকালেও আমি ওঁর আশীর্বাদ নিয়েছি। ওঁকে লিখেছি, আপনি আমায় আশীর্বাদ করুন। কিন্তু একটা দল তো একটা মানুষকে নিয়ে হয় না। সেটাই সমস্যা হয়ে গেছে। আমার মনে হয় এই বিজেপি দলে সেই সমস্যা হবে না। আমি এখনও দিদিকে বলব, দিদি আমার প্রণাম নেবেন।’ অন্যদিকে, বিজেপি-তে যোগ প্রসঙ্গে পাপিয়া বলেন, ”বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। রাজনৈতিক শিকার হচ্ছেন কলাকুশলীরা। সেই অবস্থা থেকে বেরনো প্রয়োজন। তা ছাড়া কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার হলে ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হবে বলে আমরা মনে হয়। তাই বিজেপি-তে যোগ দিলাম।”