জেলা

ফের বাংলাতে টর্নেডোর তাণ্ডব, লন্ডভন্ড বসিরহাটের তালবেড়িয়া গ্রাম, দিঘা-মন্দারমণি জুড়ে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস

গত কয়েকমাসে রাজ্যের একাধিক প্রান্তে টর্নেডো দেখেছে রাজ্যের মানুষ। জানা গিয়েছে, বসিরহাট মহাকুমার মিনাখা ব্লকের সালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামে টর্নেডোর তাণ্ডব। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় এই ঝড়। আর তাতে ক্ষতিগ্রস্ত বেশকিছু বাড়ি। ওপরে পরলো বিদ্যুতের খুঁটি। হঠাৎই দুই মিনিটের ঝড় বয়ে যায় তালবেড়িয়া গ্রামের উপর দিয়ে। স্থানীয় গ্রামবাসীরা এই ঝড় দেখে হকচকিয়ে পড়েন। একদিকে টালির চাল টিনের ছাদ উড়ে গিয়ে অন্যত্র গিয়ে পড়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ উপড়ে পড়ে। ঝড়ের কারনে রাস্তার উপরে পড়েছে বহু গাছ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান হাড়োয়ার

বিডিও সমীর রঞ্জন মান্না। স্থানীয় পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। এখনও ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা যায়নি। তবে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে আজ মঙ্গলবারও ব্যাপক জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দিঘার সমুদ্রে। এদিন সকাল থেকে টানা বৃষ্টি চলছে। বৃষ্টির কারনে নদী ও সমুদ্রে জল বেড়ে গিয়েছে। ফলে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে দিঘার সমুদ্রে। মন্দারমনি-শঙ্করপুরেও কার্যত একই ছবি। একেবারে গার্ড ওয়াল টপকে জল আসছে ভিতরে। জলের তোড়ে ভেসে যাচ্ছে সৈকত শহর। এই অবস্থায় সতর্ক পুলিশ প্রশাসন। সৈকতে কাউকে নামতে দেওয়া হচ্ছে না।