ফের একবার বাংলার মাটিতে টর্নেডোর তাণ্ডব। এবারও সেই উত্তর ২৪ পরগনা জেলা। অশোকনগর ও গুমার একাংশে এই ধরনের ঘূর্ণিঝড় দেখে আতঙ্কিত সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আচমকাই কালো হয়ে যায় গোটা আকাশ। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। একপশলা ঘুরন্ত হওয়া এসেই নিমেষেই ২০টি থেকে ৩০টি বাড়ি ভেঙে চুরমার করে দেয়। । অশোকনগর থানা এলাকার গুমার খ্রিস্টান পাড়া ও কালিকাপুর এলাকায় তাণ্ডব চালায় এই টর্নেডো। ৩ থেকে ৪ মিনিট ছিল টর্নেডোর স্থায়িত্ব। বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন ২ জন। তবে কোনও মৃত্যুর খবর মেলেনি। অশোকনগরের পাশাপাশি নদীয়ার শান্তিপুরের ভোররাতে ঝড়ের তাণ্ডব। ঠিক একইভাবে লণ্ডভণ্ড হয়ে যায় নির্দিষ্ট কিছু এলাকা। ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। শান্তিপুর থানার বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়টি টর্নেডো কিনা তা জানা যায়নি। ঘূর্ণিঝড় যশ আসার আগেই মঙ্গলবার টর্নেডো দেখা গিয়েছিল হুগলির ব্যান্ডেল ও উত্তর ২৪ পরগনার হালিশহরে। ইতিমধ্যেই মৌসম ভবন পূর্ব ভারতের ৫ রাজ্যে টর্নেডোর সর্তকতা জারি করেছে। যার মধ্যে রয়েছে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ। গতকাল আবহবিদদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী নিজে টর্নেডো হতে পারে বলে জানিয়েছিলেন। আর আজ ফের রাজ্যে টর্নেডো তাণ্ডব চালালো। এর জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।