দেবাশীষ দত্তঃ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই রাজ্যের তিন জেলায় দাপিয়ে গেল টর্নেডো। ভয়ঙ্কর তার গতি। একেবারে কুণ্ডলী পাকিয়ে আকাশ থেকে নেমে এলো ঝড়। চোখের পলকে উড়িয়ে নিয়ে গেল বাড়ি ঘর। আকাশে উড়তে দেখা গেল বাড়ির চাল-টিন। কার্যত এই ছবি দেখতে অভস্ত নয় শহর কিংবা শহরতলির মানুষ। ইতিমধ্যেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হালিশহরে একটা দেড় মিনিটের টর্নেডো হয়ে গিয়েছে। হালিশহরে ৪০ টা বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজপুরেও ক্ষতি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত বিষয়টি দেখছে। চুঁচুড়াতেও টর্নেডো হওয়ায় ৪০ টির মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাণ্ডুয়াতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দু’জন মারা গিয়েছে।’