বিনোদন

চার ভিন্ন ধর্মের গল্প নিয়ে এক সুতোয় বাঁধা ‘আজীব দাস্তানস’, প্রকাশ্যে ট্রেলার

প্রকাশ্যে এল করণ জোহরের ‘ধর্মাটিক এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ‘আজীব দাস্তানস’-এর ট্রেলার। ঈর্ষা, অধিকারবোধ, কুসংস্কার এবং টক্সিসিটির মিশেল যা মানবিক সম্পর্কের পরতে পরতে কখনও প্রত্যক্ষ তো কখনও পরোক্ষভাবে ফুটে উঠছে দু’মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলারে। চারটি গল্প মিলে তৈরি হয়েছে এক ‘অদ্ভূত কাহিনী’। চারটি ছোট ছবির পরিচালকও চারজন। শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরজ ঘেওয়ান এবং কায়োজ ইরানি। ‘অজীব দাস্তানস’-এর কাস্টিংও বেশ চমকপ্রদ। একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। অভিনয়ে রয়েছেন, ফাতিমা সানা শেখ, জয়দীপ আহলাওয়াট, নুসরত বুরুচা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনায়াত ভর্মা, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, শেফালি শাহ, মানব কৌল এবং টোটা রায়চৌধুরি। চার ভিন্ন ধর্মের গল্প কিন্তু তারা গিট বেঁধেছে এক সুতোয়—সম্পর্ক। মানবিক সম্পর্ক। যে সম্পর্কে রয়েছে টানাপড়েন। রয়েছে রোজকার জীবনে চরাই উতরাই। সমকামী কিংবা বিবাহ বহির্ভূত প্রেম। সমাজের কাছে চার-চারটি গল্প অদ্ভূত মনে হলেও যাঁরা এ গল্প যাপন করছে তাঁদের কাছে এটা একেবারেই নয়। নেটফ্লিক্সের মুক্তি পেতে চলেছে এই নতুন ‘অ্যান্থলজি’। চারটি গল্পের এক ঝলকে যা বোঝা গেল তা হল, এক নববিবাহিত দম্পতির যাঁদের এক অপরের প্রতি প্রেম নেই। একজন মা তারঁ কন্যা মেয়েরকে নিয়ে সমাজে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সমকাম সম্পর্কে জড়িয়ে পড়ে দুই নারী। এবং একটি শ্রবণশক্তিহীন মেয়েকে নিয়ে তাঁর বাবা-মার জীবনের রোজের টানাপড়েন। এমনই চার ভিন্ন চরিত্রের গল্প নিয়ে আগামী মাসে ১৬ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘আজীব দাস্তানস’।