দেশ

এবার থেকে ট্রেনে দিনের বেলা রেলসেবিকা, রাতে রেলসেবক!

বিমানের মতো প্রিমিয়াম ট্রেনেও বিমানসেবিকা। ভারতীয় রেলের নির্দিষ্ট কয়েকটি ট্রেনে রেলসেবিকাও দেখা গিয়েছিল। এবার পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনে তা চালু করেছিল ভারতীয় রেল ও আইআরসিটিসি। এবার তা পাকাপাকিভাবে অন্যান্য প্রিমিয়াম ট্রেনেও চালু করতে চলেছে রেলমন্ত্রক। তবে রেলসেবিকাদের দেখা মিলবে কেবলমাত্র দিনের বেলা চলাচলকারী ট্রেনে। আর দিন-রাতের ট্রেনে থাকবেন রেলসেবক অর্থাৎ পুরুষকর্মীরা। এতদিন আইআরসিটিসি পরিচালিত তেজস এক্সপ্রেস এবং ভারতীয় রেলের বন্দেভারত এক্সপ্রেসের রেলসেবিকা ও সেবকদের দেখা গিয়েছে। এবার ঠিক হয়েছে শতাব্দী, গতিমান এক্সপ্রেসের মতো স্বল্প দুরত্বের ট্রেনে দিনের বেলা রেলসেবিকারা নিযুক্ত থাকবেন। তাঁরা ট্রেনে ওঠার আগে যাত্রীদের স্বাগত জানাবেন। ট্রেনে জল, খাবার পরিবেশন-সহ অভিযোগ শোনার কাজ করবেন। রাতের ট্রেনের ক্ষেত্রে কাজ করবেন রেলসেবকরা। এই কারণে প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে রেলসেবিকা নিয়োগ হবে না। তবে তা কবে থেকে চালু হবে সেটা নিয়ে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা যাচ্ছে, ভারতে এখন মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। প্রতিটি ট্রেনেই রেলসেবিকা বা সেবক নিযুক্ত হবে। এই পরিষেবা ক্ষেত্রে যারা প্রশিক্ষিত, তাঁদেরই নিয়োগ করা হবে। সম্প্রতি বেসরকারি উদ্যোগে সারা দেশজুড়ে ৭৫টি বন্দেভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এই সব ট্রেনেও রেলসেবিকাদের দেখা যাবে। তবে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, রেলসেবিকাদের পোশাক সব ক্ষেত্রেই একইরকম হবে।