জেলা

 বুধবার হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

বুধবার হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন। এখনও পর্যন্ত ৩৩টি এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন এবং মেমু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। সেইসঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ওই ট্রেনগুলি হাওড়া বা শালিমারে আসবে না, খড়্গপুর পর্যন্ত আসবে এবং সাখান থেকে ছাড়বে। রেল সূত্রের খবর, লাইনের মেরামতির জন্য হাওড়া খড়গপুর এবং হাওড়া-পাঁশকুড়া শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রয়েছে। ১৮০০৩ হাওড়া-আদ্রা রানি শিরোমণি এক্সপ্রেস খড়্গপুর থেকে ছাড়বে। হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস খড়্গপুর থেকে ছাড়বে। ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস খড়্গপুর পর্যন্ত আসবে। ভঞ্জপুর-শালিমার সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেস খড়্গপুর পর্যন্ত চলবে।

একনজরে দেখে নিন যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে
১২৮৮৪ পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস
১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস
১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস
২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস
১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস
১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস
১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)
হাওড়া-খড়্গপুর লোকাল, দুটো হাওড়া মেদিনীপুর লোকাল বাতিল করা হয়েছে।