জেলা

আজ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন

আজ থেকেই বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই দুর্ভোগ চলবে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ফলে ফের চরম দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা। সূত্রে খবর, ২০২২ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত হাওড়া কর্ড শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। কারণ, এই ১৫ দিন ওই শাখার লাইনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। চন্দনপুর, বারুইপাড়া ও কামারকুন্ডুর লাইনে চলবে এই কাজ। এর আগেও কয়েক দফায় লোকাল ট্রেন বাতিল, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল। জানা গেছে, 36827, 36083, 36011, 36071 আপ হাওড়া বর্ধমান লোকাল সহ মশাগ্রাম, গুরাপ, বারুইপুর থেকেও একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। বাতিল থাকছে ডাউন বর্ধমান হাওড়া 36840, ডাউন 36084 মশাগ্রাম-হাওড়া লোকাল, ডাউন ৩৬০১২ বারুইপাড়া লোকালও।