জেলা

বীরভূম ও পূর্ব-বর্ধমানের পুলিশ সুপার পদে রদবদল

বদল করা হল বীরভূম ও পূর্ব-বর্ধমান জেলার পুলিশ সুপার ৷ পূর্ব-বর্ধমানের পুলিশ সুপার ২০১৪ ব্যাচের আইপিএস আমনদীপকে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হল ৷ একই ব্যাচের আইপিএস সায়ক দাসকে পূর্ব-বর্ধমানের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হল ৷ দুটি জেলার পুলিশ সুপার পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, বীরভূম ও পূর্ব-বর্ধমান জেলায় দেদার বালি পাচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই এসপি বদল নিয়ে জল্পনা তুঙ্গে ৷ বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল । তারপর এই প্রথম বীরভূম জেলা পুলিশ সুপার বদল করা হল ৷ ২ জানুয়ারি নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে বীরভূম জেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । জেলায় বালি পাচার-সহ দেউচা-পাচামির কাজের অগ্রগতি নিয়েও ক্ষুব্ধ ছিলেন তিনি ৷ সাতদিনের মধ্যে সব কিছু ঠিক করার নির্দেশ দিয়েছিলেন । মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই ৩ জানুয়ারি বীরভূম এসে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমার-সহ প্রশাসনিক শীর্ষকর্তারা । এর মাঝেই পুলিশ সুপার পদে বদল ৷ ২০১৩ ব্যাচের আইপিএস অফিসার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ট্রাফিক সুপারের পদে বদলি করা হল ৷ এসএস সিআইডি থেকে ২০১৪ ব্যাচের আইপিএস অফিসার সায়ক দাসকে পূর্ব-বর্ধমানের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হল ৷ আর ওই জেলার পুলিশ সুপার ২০১৪ ব্যাচের আইপিএস অফিসার আমনদীপকে বীরভূম জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হল ৷