দেশ

আগামী ১ জুন থেকেই বাড়ছে বিমান ভাড়া

করোনা আবহে একধাক্কায় অনেকটাই বাড়ল যাত্রীবাহী বিমান ভাড়া। আগামী মাস থেকেই বাড়ছে বিমান ভাড়া। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ১ জুন থেকে ঘরোয়া উড়ানের সর্বনিম্ন ভাড়া ১৩ থেকে অন্তত ১৬ শতাংশ বাড়ছে। যার ফলে জুন থেকে ৪০ মিনিট পর্যন্ত উড়ানের ক্ষেত্রে কমপক্ষে যাত্রীদের ২৬০০ টাকা ভাড়া গুণতে হবে। যা আগে ছিল ২৩০০ টাকা। অর্থাৎ গড় বিমান ভাড়া বাড়তে চলেছে ৩০০ টাকা। এটা ঘটনা, কোভিড–১৯ অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এখন বিমান যাত্রীর সংখ্যা খুবই কমে গিয়েছে। একাধিক রাজ্য বিমান–ওঠানামায় বিধিনিষেধ জারি করেছে। আন্তর্জাতিক উড়ান পরিষেবাও অনেক কম। বন্দে ভারত মিশনের কিছু বিমান চলছে। এছাড়া চলছে পণ্যবাহী বিমান। এসবের ফলে বিমান পরিবহণ কোম্পানিগুলিকে লোকসানের মুখে পড়তে হয়েছে। আর তাই কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ঘোষণা অনুসারে, ৪০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য ভাড়ার নিম্নসীমা ২,৩০০ টাকা থেকে বাড়িয়ে অন্তত ২,৬০০ টাকা করা হচ্ছে ১ জুন থেকে। অন্যদিকে, ৪০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত উড়ানের ভাড়ার সর্বনিম্ন সীমা জুন থেকে ২,৯০০ টাকার পরিবর্তে ৩,৩০০ টাকা হচ্ছে। এর আগে মার্চে বিমান ভাড়া পাঁচ শতাংশ বাড়ানো হয়েছিল।  বিমানভাড়া বৃদ্ধির জেরে মধ্যবিত্তের উপর আরও কিছুটা চাপবৃদ্ধি বলেই বিষয়টিকে দেখছেন বিশেষজ্ঞরা। এমনিতেই দেশে রান্নার গ্যাস থেকে পেট্রল-ডিজেল সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। তার উপর করোনার প্রকোপে আর্থিক অনটনের মধ্যে রয়েছেন মধ্যবিত্তরা। এসবের মাঝে বিমান ভাড়া বৃদ্ধি আরও একটু ভোগান্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।