কলকাতা

‘আদিবাসী সমাজ মমতা’র সঙ্গেই আছে’, দাবি আদিবাসী নেতা গুরুপদ টুডু-র

আদিবাসী সমাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে বলে দাবি করলেন আদিবাসী সম্প্রদায়ের নেতা গুরুপদ টুডু। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী, তপশিলি জাতি দলিত সম্প্রদায়কে সংরক্ষণের মাধ্যমে সমাজে তুলে নিয়ে এসেছেন। সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগলোতে দলিতদের ওপর অত্যাচার বেড়েছে। সেই জায়গায় পশ্চিমবঙ্গে দলিত গরীব মানুষরা অধিকার ফিরে পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’হাতে আর্শীবাদ করছে। গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেঁচে থাকার অধিকার ফিরে পেয়েছি। ২০১১ আগে  শিক্ষা ব্যবস্থা সহ জীবন যাপনে পিছিয়ে ছিল। ৩৫ বছরে একটি রাজনৈতিক দল শোষণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার আর্থিক বরাদ্দ ১০ বছরে ১০ গুণ বৃদ্ধি করেছে। আগে আর্থিক ভাবে পিছিয়ে ছিল খেতে পেত না, পিপড়ের ডিম খেয়ে থাকতে হতো, কাজ পেত না, গরীব মানুষগুলোকে ঘটি বাটি বিক্রি করতে হতো, সাইকেল, গহনা, জমি বিক্রি করতে হতো। আজ আর তা করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এই সরকার গত ১০ বছরে আদিবাসী, তপশিলি দলিত গরীব মানুষগুলোকে সমাজের অন্যান্য অংশের সঙ্গে মূলস্রোতে ফিরিয়ে এনেছে। ছিল না শিক্ষার অধিকার, দিয়েছে শিক্ষার অধিকার। দিয়েছে সামাজিক সুরক্ষা সহ একাধিক প্রকল্পের সুযোগ। আজ আর আদিবাসী সমাজের কাউকে পিপড়ের ডিম খেয়ে থাকতে হয় না, জমি বেচতে হয় না। ১০০ দিনের কাজের অধিকার থেকে বঞ্চিত হতে হয় না। ফিরিয়ে এনেছে জঙ্গল মহলের ধংস হয়ে যাওয়া সংস্কৃতি ধামসা, মাদল আদিবাসী দলিত শিল্পিদের ফিরিয়ে দিল তাঁদের সংস্কৃতি। সংরক্ষণের মাধ্যমে অধিকার দিয়েছেন জনপ্রতিনিধিত্ব করার।’ পাশাপাশি গুরুপদ বাবু আরও অভিযোগ করে বলেন, ‘এর আগের বাম সরকার আদিবাসীদের কোনও গুরুত্বই দেয়নি। মিথ্যা আশ্বাস দিয়ে দিনের পর দিন কাজ হাসিল করিয়ে নিয়েছে। আজ সেই বাম’ই দেখছি রাম হয়ে আগে দৌড়চ্ছে। অপরদিকে, ‌‌বিজেপি প্রতারকদের দল। কেন্দ্রের সরকার কুৎসা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যা ভাওতা। এরা ভারতবর্ষের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে। বাইরে থেকে এসে এরা বিভাজনের রাজনীতি করছে। বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ, বাংলার আপামর আদিবাসী, তপশিলি, দলিত সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। ’

https://www.facebook.com/AITCofficial/videos/428029845112675