তিনটি প্রজন্মের গল্প নিয়ে আসতে চলেছে ‘ত্রিভঙ্গা’। আজ এই ছবির ট্রেলার মুক্তি পেল। ছবিটি পরিচালনা করেছেন রেণুকা সাহানে। এই ছবিতে মুখ্য ভুমিকায় দেখা যাবে কাজলকে। এই ছবির হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা দিলেন তিনি। ছবিতে এক ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে কাজলকে। তাঁর চরিত্রের নাম অনু। কাজল ছাড়াও ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিথিলা পালকর, তনভি আজমি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কুণাল রায় কাপুর, কানওয়ালজিৎ সিং, মানব গোহিল ও বৈভব তাতওয়াড়িকে। তিনটি প্রজন্মের গল্প তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। তনভিকে এই ছবিতে দেখা যাবে কাজলের মায়ের চরিত্রে। যে লেখালেখি নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু, মায়ের সঙ্গে অনুর সম্পর্ক একেবারেই ভালো ছিল না। এমনকী, মায়ের জন্যই নাকি ছোটো থেকে নিজের বাড়িতেই নিরাপদ ছিল না সে। নিত্যদিন অশান্তি প্রায় লেগেই থাকত। একটা সময় বিরক্ত হয়ে বাড়ি থেকে মাকে বের করে দেয় সে। পরে অবশ্য পরিস্থিতি বদলে যায়। নিজের ভুল বুঝতে পারে অনু। এভাবেই এগোয় ছবির গল্প। অন্যদিকে কাজলের মেয়ের চরিত্রে দেখা গিয়েছে মিথিলাকে। মেয়ের সঙ্গে অনুর সম্পর্ক খুবই ভালো। কঠিন পরিস্থিতির মধ্যেও মেয়েকে ঢালের মতো রক্ষা করেছে সে। ট্রেলারেও স্পষ্ট হয়ে উঠেছে তাদের সম্পর্ক। কিন্তু শেষমেশ এই সম্পর্কের সমীকরণ কী পরিণতি নেয় তা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৫ জানুয়ারি পর্যন্ত। কারণ ওই দিন নেটফ্লিক্স-এ মুক্তি পাবে ‘ত্রিভঙ্গা’।