নারদা মামলায় রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারির পর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ধিরে ধিরে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। তৃনমূল কর্মীরা নিজাম প্যালেসের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে ভেতর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উচিয়ে তাঁদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। এরই মধ্যে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় বাহিনীর দিকে ইট বৃষ্টি শুরু করে। নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে নেতারা তাঁদের কর্মীদের শান্ত করেন। পরে কলকাতা পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতির সামাল দেয়। এরই মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতি দেখে সিবিআই আধিকারিকরা ধৃতদের আদালতে সশরীরে পেশ করার বদলে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আদালতে পেশ করার সিদ্ধান্ত নেয়। নিজাম প্যালেসে ভিড় করা তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি ভোটে হেরে প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। তাঁদের প্রশ্ন, কেন এই একই অভিযোগে অভিযুক্ত মুকুল রায় ও শুভেন্দু অধিকারীদের গ্রেফতার করা হবে না?