আজ সকালে উত্তরপাড়া কলেজ বাসস্ট্যান্ড থেকে পরিবর্তন যাত্রা শুরু করে বিজেপি। আর বিজেপির সেই পরিবর্তন রথযাত্রা আটকাতে রাস্তাই অবরোধ করে বসল তৃণমূল। যার জেরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল উত্তরপাড়ায়। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি কর্মীসমর্থকরা। উপস্থিত ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক প্রবীর ঘোষাল ও জেলা বিজেপির নেতৃত্ব। জিটি রোড দিয়ে ক্রাউন গেট, খেয়া ঘাট পেরিয়ে শখের বাজারের কাছে পৌঁছতেই আটকে যায় বিজেপির মিছিল। দেখা যায় রাস্তার উপর বেঞ্চ পেতে বসে পড়েছেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। ওদিকে তখন কয়েক ফুট দূরে দাঁড়িয়ে বিজেপির মিছিল। ওই সময়ে মাত্র কয়েকজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় তাঁদের। শুরু হয় দু’পক্ষের বচসা। তারপরই হাতাহাতিতে গড়ায়। উত্তরপাড়া থানার বিরাট বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর ফের শুরু হয় মিছিল।