রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি ৷ বুধবার বিকেলে বিধানসভায় আসেন সুস্মিতা দেব ৷ তিনি রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যসচেতক নির্মল ঘোষের সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। এরপর বিধানসভা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, ‘‘ত্রিপুরায় যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের উপর আক্রমণ করা হচ্ছে, সেটা কোনও গণতান্ত্রিক দেশের সুস্থ রাজনীতি হতে পারে না ৷’’ পাশাপাশি, ত্রিপুরার বামপন্থী দলগুলিকে নিয়েও সমালোচনা করেন সুস্মিতা ৷ তিনি বলেন, ‘‘ত্রিপুরায় গত তিন বছর ধরে বামেরা থাকলেও তারা শুধুই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ কিন্তু, তৃণমূল সেখানে গিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরই আবার জেগে উঠেছে তারা ৷ সুস্মিতার অভিযোগ, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকাতে ‘ম্যাচ ফিক্সিং’ করছে সিপিএম আর বিজেপি ৷