মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর হাত থেকে গেরুয়া-সবুজ পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার আগে তৃণমূলের তাঁর সতীর্থ ও অনুগামী ভাই বোনেদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখলেন শুভেন্দু। ৪ পাতার খোলা চিঠিতে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু। চিঠিতে শুভেন্দু লিখেছেন, তৃণমূলে পচন ধরেছে। দলের প্রতিষ্ঠাতারাই এখন কোণঠাসা। দলের স্বার্থে নয় ব্যক্তিস্বার্থে কাজ হচ্ছে তৃণমূলে। যে ঘাম, রক্ত ঝড়, জল সামলে সংগঠন তৈরি করা হয়েছিল সেই আদর্শ আর নেই তৃণমূলের। গত ১০ বছরে দলের কোনও পরিবর্তন হয়নি। তিনি কাজ করতে চেয়েছেন কিন্তু কাজ করতে পারেননি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।