দেশ

রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী

এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী।  রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে আচমকাই ইস্তফার কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘‌দলে এখন দমবন্ধকর পরিবেশ। বাংলায় রাজনৈতিক হিংসা বেড়েই চলেছে। তাই আর চুপ থাকতে পারছি না। মানুষের জন্য কাজ করতে চাই। তাই পদত্যাগ করলাম। মানুষকে কখনো না কখনো অন্তরাত্মার ডাক শুনতে হয়। আমি সেই ডাকে সাড়া দিয়ে পদত্যাগ করলাম। বাংলায় যেভাবে হিংসা হচ্ছে, তাতে আমার খারাপ লাগে। কিন্তু আমি কিছুই করতে পারিনি। এবার বাংলায় গিয়ে মানুষের পাশে দাঁড়াব।’ গত লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে দাঁড়িয়ে হেরে যান দীনেশ ত্রিবেদী। তারপর তাঁকে রাজ্যসভায় পাঠান মমতা। দলের তরফে মূলত হিন্দিভাষীদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব ছিল তাঁর।