কলকাতা

আগামী শুক্রবার গণেশ চতুর্থীর দিন মনোনয়ন জমা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো, নির্বাচনী এজেন্ট হচ্ছেন বৈশ্বানর চট্ট্যোপাধ্যায়

 গত শনিবারই নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। আর তারপরেই বিন্দুমাত্র দেরী না করেই ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও মুখ্যমন্ত্রী হতে গেলে মমতার জেতা জরুরি। তাই ছয় মাসের মধ্যেই নির্বাচন হওয়ায় ভোটে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। আজই তাঁর প্রথম কর্মিসভা ছিলা চেতলার অহীন্দ্র মঞ্চে। সেখানেই তিনি জানিয়েছেন আগামি শুক্রবার অর্থাত্‍ ১০ সেপ্টেম্বর মনোয়ন জমা দেবেন তিনি। করোনা বিধি মেনেই সমস্ত প্রচার ও মনোনয়ন পর্ব চলছে। যদিও এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হিসেবে থাকতে পারছেন না ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সি। যেহেতু দু’জনেই আইনসভার সদস্য তাই এবারের নির্বাচনে মুখ্য নির্বাচনী এজেন্ট হচ্ছেন না দু’জনের কেউ। যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রাজ্যসভা, বিধানসভা কিংবা লোকসভা কোনও এক আইনসভার সদস্য নির্বাচনী এজেন্ট হতে পারবেন না। তাই এবারে ববি-সুব্রত’র জায়গায় এজেন্ট হচ্ছেন আইনজীবি বৈশ্বানর চট্ট্যোপাধ্যায়। আগামি শুক্রবার গণেশ চতুর্থী, আর এই মাহেন্দ্রক্ষণেই মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, ২১ এর নির্বাচনে যে বহিরাগত ও বাঙালি তাস খেলেছিলেন, শুক্রবারের মনোনয়নে সেই ক্ষত মেতানোর চেষ্টা করতেই এইদিনকেই মনোনয়নের দিন হিসেবে বেছে কৌশুলী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তবে দলের নেতৃত্বেদের তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন মনোনয়ন পেশের দিন কোনওভাবেই যেন ভিড় না হয়। কারণ কমিশনের কড়া নির্দেশ দিয়েছে করোনা বিধি মানার জন্য।