বারুইপুরে আইএসএফের হামলা জেরেই প্রাণ হারালেন এক তৃণমূলকর্মী। বুধবার রাতে দক্ষিন ২৪ পরগনা জেলার বারুইপুর থানার বেলেগাছিতে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর ওঠে তৃণমূল কর্মীদের ওপর। ওইসময় তৃণমূলকর্মিরা প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় অতর্কিত ভাবে তাঁদের ওপর হামলা চালায় আইএসএফ ও সিপিএম কর্মীরা। ঘটনার জেরে ৬জন তৃণমূলকর্মী গুরুতর ভাবে আহত হন। তাঁদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কলকাতায় নিয়ে যাওয়ার পথে বছর ষাটের তৃণমূল কর্মী রুহুল আমিন মিদ্যার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৭জনকে গ্রেফতার করেছে। তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর অভিযোগ, ‘বুধবার রাতে আইএসএফ, সিপিএম ও কংগ্রেস গোপনে বৈঠক করছিল স্থানীয় বেলেগাছি এলাকায়। সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী সেই জায়গা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল কর্মীদের উপর সংযুক্ত মোর্চার সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। হামলায় আমাদের ৫ জন গুরুতর আহত হন। রুহুল আমিন মিদ্যা নামে এক তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পথে মৃত্যু হয় তাঁর।’ যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বারুইপুর পূর্ব কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী স্বপন নস্কর। তাঁর অভিযোগ, ‘বেলেগাছিতে সংযুক্ত মোর্চার এক কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হামলা চালায়। হামলার ঘটনায় ৫ জন সংযুক্ত মোর্চার কর্মী আহত হন। যার মধ্যে ৩ জন নিখোঁজ। হামলার পরে তৃণমূলকর্মীরা পালাতে গেলে অন্ধকারে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন।’