ভোটের পরই কেতুগ্রামে হিংসার বলি এক তৃণমূল কর্মী। ঘটনায় জখম আরও ৩ । মাথায় ও সারা শরীরে নৃশংস ভাবে তাঁকে কোপানো হয়েছে। কেতুগ্রামের আগরডাঙ্গা পঞ্চায়েতের সদস্য শ্রীনিবাস ঘোষকে (৬২) লাঠি, রামদা দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন শ্রীনিবাস ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, সেই সময় তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীনিবাস ঘোষের। বাকি ৩ জনকে জখম অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিস। তৃণমূলের অভিযোগ, মারগ্রামের ৪৮ নম্বর বুথে বিজেপি প্রায় ৩০০ ভোটে এগিয়ে আছে। তাই তাদের এত বাড়বাড়ন্ত। শ্রীনিবাস ঘোষের দেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে।এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন আটক করেছে পুলিস। যার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।