দেশ

দক্ষিণ দিল্লিতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন

একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন করার অভিযোগ ৷ বুধবার সকালে ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির নেব সরাই থানা এলাকার দেবলি গ্রামে ৷ বাড়ির ছেলে সকালে হাঁটতে যাওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। এই সময় বাড়িতে তার মা, বাবা ও বোন তিনজন ছিলেন। অভিযোগ, সেই সময় কেউ ছুড়ি নিয়ে হামলা চালায় তাদের উপর ৷ ঘরে ঢুকে তিনজনকেই কুপিয়ে খুন করে আততায়ী। নিহতদের মধ্যে রয়েছেন রাজেশ (55), কোমল (47) এবং তাদের মেয়ে কবিতা (23)। সকালে হেঁটে বাড়িতে ফিরে বাবা, মা ও বোন তিনজনকেই মৃত অবস্থায় দেখতে পায় ছেলেটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতিটি দিক থেকে মামলাটি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কিছু বলতে রাজি হয়নি পুলিশ ৷ একই সঙ্গে কে এই খুনের সঙ্গে জড়িত তারও খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে ৷