দেশ

টিআরপি কেলেঙ্কারি: প্রাক্তন BARC সিইও-র জামিনের আর্জি খারিজ করে দিল মুম্বই আদালত

প্রাক্তন BARC সিইও পার্থ দাশগুপ্তের জামিনের আবেদন খারিজ করে দিল মুম্বই আদালত। গত ২৪ ডিসেম্বর পার্থ দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল। টেলিভিশনে টিআরপি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত পার্থ দাশগুপ্ত। মুম্বইয়ের আদালতে জামিনের আবেদন করেন পার্থ দাশগুপ্ত। সেই জামিনের খারিজ করেছে আদালত। মুম্বই পুলিশ টেলিবিশনের টিআআরপি জালিয়াতি মামলার তদন্তে নেমে সম্প্রতি ৩,৪০০ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে। পুলিশের অভিযোগ রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী এবং পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপে তথ্য আদানপ্রদান হয়েছিল। চ্যানেলের রেটিং বাড়িয়ে দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে দাবি পুলিশের। তদন্তে নেমে দাশগুপ্তের বিরুদ্ধে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণামূলক অপরাধের অভিযোগ এনেছে পুলিশ। এদিন, আদালতে পার্থ দাশগুপ্তের জামিন খারিজের আর্জি জানিয়ে বিশেষ পাবলিক প্রসিকিউটর শিশির হিরে বলেন, ”উনি প্রভাবশালী ব্যক্তি। জামিনে মুক্তি পেলে প্রমাণ ও সাক্ষীর সাথে জালিয়াতি করতে পারেন।” আদালতে এই যুক্তি দেখিয়ে প্রাক্তন BARC সিইও-র জামিনের বিরোধিতা করেন ও আইনজীবী। একইসঙ্গে আদালতকে তিনি আরও বলেন, ”BARC সিইও হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছেন পার্থ দাশগুপ্ত।”