বিদেশ

মোদিকে জি-৭ সম্মেলনে আমন্ত্রণ ট্রাম্পের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি-৭ সম্মেলনে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নরেন্দ্র মোদীকে ফোন করে আমন্ত্রণ জানান ট্রাম্প। এছাড়া মঙ্গলবার ফোনে ‌এই দুই রাষ্ট্রনেতার মধ্যে চলতি করোনা ভাইরাস মহামারি, ভারত-চিন সীমান্তের সমস্যা এবং আমেরিকায় চলতে থাকা বর্ণবৈষম্যের আন্দোলন নিয়ে আলোচনা হয়। ভারতসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াকে জি-৭-এর অন্তর্ভুক্ত করার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন ট্রাম্প। এবার তা কার্যকরি করতেই এই পদক্ষেপ। বর্তমানে জি-৭ এর সাত সদস্য হল  আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান এবং ইতালি। আগামী জুনের শেষে আমেরিকায় জি-৭ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্হিতির জন্য তা পিছিয়ে যায়। সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন স্হগিতের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।