কলকাতা

আরও নামল পারদ, আজ কলকাতায় শীতলতম দিন

গতকাল ছিল মরসুমের শীতলতম দিন। গতকাল শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ, মঙ্গলবার পারদ নামল ১৪.২ ডিগ্রিতে। অর্থাৎ সোমবারকে টপকে আজ মরসুমের শীতলতম দিন। আবহাওয়া দপ্তর অবশ্য পারদ নামার পূর্বাভাস দিয়েছিল আগেই। কলকাতায় ১৪ ডিগ্রির কোঠায় নামলেও কিছু কিছু জেলায় ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। অর্থাৎ শীত এবার পুরোপুরি জাঁকিয়ে বসেছে এ রাজ্যে। কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার হাত ধরে দক্ষিণবঙ্গের মানুষ শীতের আমেজ পেতে শুরু করেছেন। আবহাওয়া অফিস অবশ্য ৩-৪ ডিগ্রি পারদ নামার পূর্বাভাস আগেই জানিয়েছিল। অন্যদিকে দিল্লি সহ উত্তর ভারতে তো রীতিমতো হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছিল, মঙ্গলবার আকাশ থাকবে পরিষ্কার, সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন থাকবে ১৪.২ ডিগ্রি, এটাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পূর্বাভাস জানাচ্ছে, আগামী দু’-তিন দিন এমনই থাকবে। আগামী ২-৩দিকে রাতের তাপমাত্রায় ১-২ ডিগ্রি কমতে পারে ৷ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কেটে গেলে আরও ঠান্ডা পড়তে পারে। অন্যান্যবারের তুলনায় এবার অবশ্য একটু দেরি হয়েছে শীতের আগমনে। ঘূর্ণিঝড় জাওয়াদ এবং পশ্চিমি ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারেনি উত্তরে হাওয়া। আকাশ মেঘলা থেকেছে, আর্দ্রতাও ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। এবার মেঘ কেটে গেছে। এসেছে শীতের মজা উপভোগ করার সময়।